পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শংকরমঠ পার্থ সারথী আশ্রমের উদ্যোগে মানব কল্যাণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণনগর শংকরমঠ পার্থ সারথী আশ্রমে ।
এই উপলক্ষে সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান মালা। অনুষ্ঠানের শুরুতে চন্ডীপাঠ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, দীক্ষাদান. মহাপ্রসাদ আস্বাদন ও মহতী ধর্মসভা।
এই সময় মহতী ধর্মসভা আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, বিশেষ অতিথি চট্রগ্রাম সীতাকুন্ড শংকরমঠ মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী ও বিশিষ্ট শিক্ষাবিদ রুপন ধর।
এসময় শংকরমঠ পার্থ সারথী আশ্রমের উদ্যোগে মানব কল্যাণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ পুরোহিত্যে করেন চট্রগ্রাম সীতাকুন্ড শংকরমঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
পিবিএ/ইএইচকে