আমি শুধু বউয়ের অধিকার চেয়েছিলাম


পিবিএ, রাজশাহী : ‘‘আমি শুধু বউয়ের অধিকার চেয়ে ছিলাম সেই অপরাধে আজ আমি অপরাধী।’’

রাজশাহী-৪ এর সাংসদ এনামুল হক এবং তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজার ঘটনা ক্রমেই জটিল হচ্ছে।

এমপি এনামুল দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। লিজার দাবি তার সাক্ষর জাল করে তালাক সাজানো হয়েছে। এ নিয়ে লিজা গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অন্তরঙ্গ ছবি সেটে আবেগঘন পোষ্ট দেন।

গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এমপি মামলা করলে সবশেষ তার ফেইসবুকে দেয়া পোষ্টে এই আকুতি প্রকাশ করেন।

মামলার বিষয়ে তিনি(লিজা) সবশেষ তার ফেইসবুক পোষ্টে লিখেন তা হুবুহু তুলে দেয়া হলো, ‘যেদিন থেকে আমি আমার ফেসবুকে ছবি পোস্ট করেছি সেইদিন থেকে আমি যেন রাজশাহী শহরে থাকতে না পারি সেই জন্য মাননীয় সংসদ সদস্য বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় আমার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই মিথ্যা অবান্তর নিউজ করিয়ে আমার মান সম্মান নষ্ট করেছেন। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জনগণের সামনে বাজে মেয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন তাঁর নেত্রী এবং নেতাদের দিয়ে বিভিন্ন সময় আমাকে মেরে ফেলার এবং বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়ার হুমকি দিয়েছেন ।
আজ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছেন আমি আর কত অত্যাচারের স্বীকার হবো???
আমি শুধু বউয়ের অধিকার চেয়ে ছিলাম সেই অপরাধে আজ আমি অপরাধী।।
গনতান্ত্রিক দেশে আমার বেঁচে থাকার কোন অধিকার নেই আমি সাংবাদিক সম্মেলন করতে চেয়ে ছিলাম দুইদিন আগে কিন্তু মাননীয় সংসদ সদস্য আমাকে সাংবাদিক সম্মেলন করতে দেন নাই স্থানীয় প্রভাবশালী নেতাদের দিয়ে আমাকে হুমকি এবং ভয় ভীতি প্রদর্শন করে সংবাদ সম্মেলন বন্ধ করতে বাধ্য করেন।’’

পিবিএ/এমএ

আরও পড়ুন...