বান্দরবান প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি।
শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মার্মা।
তিনি আরো জানান, বান্দরবান জেলায় নতুন করে আজ মোট ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং,এমপি। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
আক্রান্তদের মধ্যে অন্যান্যরা হলেন, সদরের হাফেজঘোনার বাসিন্দা চকরিয়া কৃষি ব্যাংকের ম্যানেজার সহ পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী ১ জন, রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডাঃ প্রত্যুষ পল জানান, সদরে ৫ জন, রুমায় ৩ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তালিকায় উশৈসিং মার্মার নামও রয়েছে।
সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৭ জুন সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ এ ভর্তি করানো হবে বলে জানা যায়।
পিবিএ/এমএ