আসতে পারে লকডাউন-

চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশের মতবিনিময় অনুষ্ঠিত। শনিবার (৬ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় (কোভিড-১৯) করোনা পরিস্থিতি ও বন্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা করা হয়। সভায় ইউএনও চুনারুঘাটের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উপর্যুক্ত পরিস্থিতিতে লকডাউনের বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত গ্রহন করেন৷

ইউএনও বলেন- বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমরা লকডাউনের মতো সিদ্ধান্ত নিতে বিষয়টি বিবেচনায় রেখেছি। কেননা চুনারুঘাট উপজেলায় করোনা রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি নুর উদ্দিন সুমন ও শংকর শীল প্রমূখ।

পিবিএ/এম এস জিলানী আখনজী/এমএ

আরও পড়ুন...