সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৬

পিবিএ, বাগেরহাট : পূর্ব সুন্দরবনের সংরক্ষিত খাল ও নদীতে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৬ জন জেলেকে আটক করেছে বন বিভাগ।

৭ জুন, রোববার সুন্দরবনের শরণখোলা ফরেস্ট রেঞ্জের ছাপড়াখালী এলাকার একটি খাল থেকে এদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৩০ কেজি বিষযুক্ত সাদা মাছ, ৯৮ কেজি বিষযুক্ত চিংড়ি, অসাধু কাজে ব্যবহৃত একটি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়। বিকেলে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত অসাধু জেলেরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কবির হোসেন (৫০) এবং সেলিম (৪০), মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের এমাদুল (১৮), সাকিব (২০), জাকির হোসেন (৫২) ও আজগর (৪৫)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, অসাধু জেলেরা কটকা অভয়ারন্য এলাকায় বিষ দিয়ে মাছ ধরছিলেন। অভিযান চালিয়ে ৬ অসাধু জেলেদের আটক করা হয়েছে।

পিবিএ/শেখ সাইফুল ইসলাম কবির, আহসান টিটু/এমএ

আরও পড়ুন...