লটকন ফলটি টক-মিষ্টি। আকারে ছোট কিন্তু দেখতে অতি সুন্দর। গোলাকার আকৃতির ফলটি পাকলে হলুদ রঙ ধারণ করে। কাঁচা অবস্থায় সবুজ। ফলের খোসা নরম ও পুরু। এর পুষ্টিগুণও অনেক। আমাদের দেশে জনপ্রিয় ফল লটকন। কম বেশী সবারই পছন্দের ফল লটকন। ছবিটি রংপুর মিঠাপুকুর উপজেলা ১নং রানীপুকুর ইউনিয়নের আখিরা হাট সর্দার পাড়া থেকে তোলা।সোমবার, ৮ জুন। ছবি : পিবিএ/মেজবাহুল হিমেল