অজ্ঞান পার্টির খপ্পরে মাদ্রাসা শিক্ষক

অজ্ঞান পার্টি

পিবিএ,ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাসটার্মিনাল থেকে অচেতন অবস্থায় মোজাম্মেল হক ভুইয়া (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করা হয়েছে। কুমিল্লার তিতাস থানা এলাকার “গাজিপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসা”র সিনিয়র গণিত শিক্ষক তিনি। শনিবার রাত সাড়ে ৮ টার অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

জানাযায়, পরিবার নিয়ে তিনি শনিরআকড়া শেখদি এলাকায় থাকেন। আর গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ছেলে ওবায়দা হক ও ভাগিনা আলী আশরাফ ভুইয়া জানান, আজ কুমিল্লায় তার মাদ্রাসায় দাখিল পরিক্ষা চলছিলো। সকালে তিনি ঢাকার বাসা থেকে কুমিল্লায় যান। পরিক্ষা শেষে শ্যামলি পরিবহনের একটি বাসে করে আবার ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সায়দাবাদ বাসটার্মিনাল থেকে এক পুলিশ সদস্য মাদ্রাসা শিক্ষক মোজাম্মেলের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জানান, তিনি বাসটার্মিনালে অচেতন অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলেন।

পরে তাকে ওই টার্মিনাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার সঙ্গে থাকা কোনো জিনিসপত্র খোয়া যায়নি বলে জানান স্বজনরা।

ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তাকে জরুরী বিভাগে আনার পর তার স্টোমাক ওয়াশ করানো হয়। এরপর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...