সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে লক্ষাধিক টাকার অবৈধ জাল ও নৌকা আটক

পিবিএ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মূল্য অবৈধ ১০টি হাতচালতি নৌকা ও ২ টি বড় চৌহন্দা জাল আটক করেছে টাংগুয়ার হাওরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রাহুল চন্দ্র।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাওরে দায়িত্বরত কমিউনিটি ও কমিউনিটিগার্ডের সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে পুলিশের সহযোগিতায় জাল ও নৌকা আটক করেন। আটককৃত জাল ও নৌকা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেটের হেফাজতে রয়েছে।
টাংগুয়ার হাওরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রাহুল চন্দ্র পিবিএ কে বলেন, অবৈধ মৎস্য আহরণকারীরা যতই চালাকি করুক প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পিবিএ/জেএইচআর/এমএসএম

আরও পড়ুন...