করোনা শনাক্তের রের্কডে নাম লিখাবেন না !


বাংলাদেশে প্রতিদিন করোনা শনাক্তের নুতন রেকর্ড হচ্ছে। অনুরুধ করছি এই রের্কডে আপনার নাম লেখাবেন না। আপনি চাইলেই এ থেকে নিজেকে ও চারপাশের মানুষকে রক্ষা করতে পারেন। সরকারি স্বাস্থ্য বিধি মেনে সর্তক ও সচেতন থাকলেই এই করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

মনে রাখবেন ব্যতিক্রম হলে আপনি হয়ত অকাল মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন । আপনার সংস্পর্শে থাকা মানুষ গুলোকেও জড়ালেন। আমার করোনা আক্রান্ত আত্মীয়র সাথে থেকে বুঝেছি টাকা কোন কাজেই আসে না। ক্ষমতা খাটিয়ে বড়জোর দ্রুত করোনা টেষ্ট করানো সম্ভব। এর চেয়ে বেশী কোন সেবা পাওয়া যাবে না। এখনো সময় আছে সর্তক হোন।

চিকিৎসার জন্য যারা ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ছুটে বেড়ান তারাতো ইতমধ্যেই বুঝতে পেরেছেন। তা এখন সম্ভব না। তাই সর্তক ও সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ করতে হবে। এখনো সময় আছে সচেতন হোন।

শনাক্ত বাড়লেও আশার কথা আপনি এখনো আক্রান্ত হননি। এটা মহান আল্লাহর রহমত। এখনো সময় আছে। সর্তক ও সচেতন হোন। সুস্থ্য থেকে নিজেকে রক্ষা করুন। অন্যকে সুস্থ্য থাকতে সহায়তা করুন।

পিবিএ/শতাব্দী আলম

আরও পড়ুন...