হঠাৎ তীব্র শীত, অসহায় পথ শিশুরা

পিবিএ,নোয়াখালী : গত দুই দিন হঠাৎ করে বেড়েছে তীব্র শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর পথ শিশুরা। তাদের দু:খ কষ্টের শেষ নেই। দেখারও যেন কেউ নেই ।

সরেজমিনে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতে শত শত শিশু খালি গায়ে ধুলা ময়লা জড়িয়ে পড়ে আছে। প্রচন্ড শীতে তাদের জীবন হয়ে উঠে ভয়াবহ ও দূর্বীষহ। দারিদ্র এই পথ শিশুদের কাছে শীতের এই মৌসুমটি খুবই কষ্টকর। যাদের গরম কাপড় নেই তাদেরকে কাবু করে রেখেছে শীত। শীতের শুরুতেই কষ্টের মধ্যে দিয়ে তারা কোনভাবে দিনাতিপাত করছে।

দেখা যায় তীব্র শীতে বিভিন্ন মার্কেটের বারান্দা ও ফুটপাতে পথ শিশুরা রাত যাপন করছে। গরম কাপড়ের অভাবে তারা শীতের সাথে যুদ্ধ করে কোন মতে টিকে আছে। দিনের সূর্যই যেন তাদের একমাত্র সম্বল। শীতার্থদের মধ্যে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল পথ শিশুরা। সেইসব পথ শিশুদের কষ্ট দেখার মত কেউ নেই। সরেজমিন দেখা যায়, তাদের মধ্যে কেউ-কেউ প্লাষ্টিকের বস্তা গায়ে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে রাত যাপন করছে, কোন মার্কেটের বারান্দা বা ফুটপাতে। অনেকেই ছেড়া কাঁথা গায়ে দিয়ে রাত যাপন করছে। অনেকে আবার গুটিশুটি দিয়ে আগুনের পাশে বসে রাত পার করছে।
সরকারী বেসরকারী ভাবে পথ শিশুদের যে সহযোগীতা করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের সর্বত্মক সহযোগীতা করার চেষ্টা করেছি আমরা। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বৃত্তবানদের প্রতি আহবন জানান।

 

পিবিএ/ইএনই/এমএসএম

 

আরও পড়ুন...