সংক্রমণ বিবেচনায় রেড ইয়েলো বা গ্রীন জোন ব্যবস্থা। তাই বলে স্বাস্থ্যবিধি সবার জন্য সমান। অসচেতনতার কারনে এবং স্বাস্থ্যবিধি না মানার করনেই রেড জোন। গ্রীন জোনের বাসিন্দাদের উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।
সরকার তার সাধ্যের বাইরেও চেষ্টা অব্যাহত রেখেছে। জনসাধারণের জীবনের নিরাপত্তা বিধানে সরকার কেবল বিধি ঘোষণা করতে পারে। কঠোরতা প্রয়োগ করেও তেমন ফল পাওয়া যায় না। কারন আমাদের জনবহুল দেশ। একমাত্র ব্যক্তি সচেতনতাই ভরসা। সরকার নির্দেশিত পন্থায় সর্তক ও সচেতন থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
ভিন্নমতের মানুষগুলো। যেমন বিএনপি বা ২০ দল সরকারের সব কাজেই দূষত্রুটি খোঁজে। অথবা সরকারের সিদ্ধান্ত মানতে অনিহা। এখন তেমন হলেই বিপদে পরবেন। দল বিবেচনায় করোনা সংক্রমণ হয়না।
রেড জোনের চাকুরিজীবিরা শংকায় রয়েছেন। গত কয়েকদিনের চলাচলে কোথায় কোন সংস্পর্শে ছিলেন তা নিজেরও জানা নাই। এখন স্বাস্থ্যবিধি মেনে প্রাকৃতিক চিকিৎসার আওতায় কোয়ারেন্টাইনে থাকা উচিত। যাতে কেহ সংক্রমিত হয়ে থাকলেও পরিবারে যেন না ছড়ায়।
প্রবাদ ছিল, মানলে তাল গাছ না মানলে ? এখন সেই প্রবাদ আরো নিষ্ঠুর রুপ লাভ করেছে। ‘মানলে তাল গাছ না মানলে সাক্ষাত মৃত্যু।’ এখন আপনিই সিদ্ধান্ত নিন। কি করা উচিত !
পিবিএ/শতাব্দী আলম