আসছে মারুফ মাহির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেফটি ফাস্ট’

মারুফ সরকার,বিনোদন: সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেফটি ফাস্ট’ এর। শীঘ্রই এটি নববার্তা ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। একটি সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র সেফটি ফাস্ট। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়েল তন্ময়।

পরিচালক রিয়েল তন্ময় বলেন, ‘অসাধারণ একটি গল্প। গল্প নিয়ে নির্মাতা হিসেবে আমার কিছুই এখন বলার নেই। আমার কথা আমি এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি। আশাকরি সবাই চলচ্চিত্র টি দেখলেই বুঝতে পারবেন। আমি আমার গল্পে সামাজিক একটি ম্যাসেজ দেয়ার চেষ্টা করেছি। আশাকরি কেউ নিরাশ হবেন না।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোঃ জাকির হোসেন। হৃদয়ের চিত্রগ্রহনে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ সরকার, মাহি, সুমন খান সানি, শাপলা,তুবা,সালাউদ্দিন বিশ্বাস,পিয়াস,সুমি,তন্ময় প্রমুখ। রতনের রুপসজ্জায় এই চলচ্চিত্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনায়েত হোসেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...