যুদ্ধ নয় শান্তিময় হোক বিশ্ব

পৃথিবীর ইতিহাসে মানব জীবনে সব থেকে ভয়াবহ বিপদ করোনা ভাইরাসের মহামারি। পবিত্র কুরআনে বর্ণিত নুহ (আঃ) এর মহাপ্লাবণের কথা আমরা জানি। এ যেন তারই পূণরাবৃত্তি।

এর মাঝেই ভারত-চীন সীমান্তে যুদ্ধের দামামা। এটা কোনভাবেই কাম্য নয়। দুই দেশের গণমাধ্যমের খবর অনুযায়ী শতাধিক সৈন্য হতাহতের ঘটনা ঘটেছে। এই করোনা কালে কোনভাবেই এটা পৃথিবীর জন্য ভাল খবর না।

একদিকে করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রার্দূভাবে মানব জীবন বিপর্যস্ত। অর্থনীতি ধ্বংশের দ্বারপ্রান্তে। এই অবস্থায় যে কোন রকমের সংঘাত শুধুমাত্র বৃহত দুই দেশের মাঝেই সীমিত থাকবে না। কারন তারা শুধু আয়তন বা জনসংখ্যায় বৃহৎ নয়। অর্থনীতিতেও বিশ্বের প্রথম ১০ দেশের দুই মোড়ল।

আমরা চাই ভারত-চীন দুই দেশই সর্বোচ্চ সংযম প্রদর্শন করুক। বিশ্বের মানব জাতির এই মহা দুর্যোগে সংযমই এখন সব থেকে বেশী কার্যকর। করোনার কার্যকরী কোন প্রতিষেধক এখনো মানুষের হাতে নেই। তবে যুদ্ধ যুদ্ধ খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা নিশ্চয়ই তাদের হাতে ও মস্তিষ্কে রয়েছে।

একথা ভুলে গেলে চলবে না। বিশ্বে প্রতিদিন ১ লাখের বেশী মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার। ভারত বাংলাদেশে আশংকাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। মানবতার কথা ভেবে ভারত-চীনের সংযম রক্ষা করা উচিত। বিশ্বের জনসাধারণের এই মানবিক চাওয়ার সাথে আমাদের প্রত্যাশা তেমনই।

পিবিএ/শতাব্দী আলম

আরও পড়ুন...