লিসবনেই হচ্ছে চ্যাম্পিয়নস লিগ!

পিবিএ,ডেস্ক: করোনাভাইরাসের কারণে ফাইনালসহ চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে উয়েফা। নকআউট পর্বের বাকি ম্যাচগুলো পর্তুগালের রাজধানী লিসবনে আয়োজনের ব্যাপারে প্রাথমিকভাবে পরিকল্পনা সাজানো হয়েছে।

মঙ্গলবার এ ব্যাপারে জানা গেছে ১২ দিনে শেষ হবে চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো। স্থগিত হওয়ার আগে নকআউট পর্বে শেষ ষোলোর দ্বিতীয় লেগের চারটি ম্যাচ হয়ে গেছে। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পিএসজি, লাইপজিগ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও আটালান্টা।

বাকি চার দল এখনও চূড়ান্ত হয়নি। ওই চার ম্যাচ টানা চারদিন অনুষ্ঠিত হবে। আগামী ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট হবে ম্যাচ চারটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ওই ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি, চেলসি-বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস-লিঁও এবং বার্সেলোনা-নাপোলি।

সেমিফাইনাল মাঠে গড়াবে ১৮ ও ১৯ আগস্ট। এরপর ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। লিসবনের দুই প্রধান ক্লাব বেনফিকা ও স্পোর্টিং লিসবনের স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে। একইভাবে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপা লিগের ম্যাচগুলো।
পিবিএ/এএম

আরও পড়ুন...