চাঁদপুরে অটোচালক সজিবের সততায় খোয়া ৬১ লাখ টাকা উদ্ধার

 

পিবিএ, চাঁদপুর : চাঁদপুরে অটোবাইক চালক সজিবের সততায় খোয়া ৬১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বিকাশ কোম্পানীর এক এজেন্ট মালিকের ৬১ লাখ টাকা খোয়া যাওয়ার ৭ ঘণ্টার পর চাঁদপুর মডেল থানা পুলিশ সংবাদের ভিত্তিতে উক্ত টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

সজীব সরদার (১৮) উপজেলার মধ্য শ্রীরামদী গ্রামের দেলোয়ার সরদারের ছেলে। তার সততার কথা এখন এলাকার মানুষের মুখে মুখে।

জানা যায়, ২১ জুন রবিবার সন্ধ্যায় পুরান বাজার হরিসভা রোড এলাকার একটি অটোবাইক গ্যারেজ থেকে পুরান বাজার পুলিশ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উক্ত ৬১ লাখ টাকা উদ্ধার করে।

উল্লেখ্য রবিবার সকাল সাড়ে ১১ টার সময় চাঁদপুর শহরের পৌরসভা ভবনের পশ্চিম পার্শ্বস্থ ইউসিবিএল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট এর কর্মকর্তা মাসুদ ৬১ লাখ টাকা উত্তোলন করে অটো রিক্সা নিয়ে শহরের জোড়পুকুর পাড় গিয়ে সে অটো রিক্সা থেকে নেমে পড়ে। তার মনের ভুলে সে টাকার ব্যাগটি অটোবাইকে রেখে চলে যায়। কিন্তু অটোরিকশা চালক সজীব উক্ত স্থানে প্রায় আধাঘণ্টার মত অটো নিয়ে টাকার ব্যাগসহ দাঁড়িয়ে পায়চারি করে। কিন্তু ওই লোকটি না আসায় সে আধাঘন্টা পর ওই স্থান ত্যাগ করে।

পরে সে পুরান বাজার হরিসভা রোডের অটো গ্যারেজে গাড়ি তালাবদ্ধ করে ।

এরপর সে এ টাকার বিষয়টি তাঁর প্রতিবেশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে জানায়। তাদের দুজনের বাড়ি মধ্য শ্রীরামদী এলাকায়।

ইতিমধ্যেই বাদল সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বেই টাকার বিষয়ে অবগত ছিলো। অটো চালক এর মুখে এই ঘটনা জেনে বাদল দ্রুত চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনকে মোবাইল ফোনে ঘটনা জানান।

পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পুরান বাজার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পুরো টাকা উদ্ধার করেন।

প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে চাঁদপুর মডেল থানার পুলিশ জানান।

উল্লেখ্য চাঁদপুরের বিকাশ কোম্পানির এজেন্ট আলমগীর হোসেন জুয়েল শহরের ইউসিবিল ব্যাংক , থেকে টাকা উত্তোলন করার জন্য বিকাশ কমকর্তা মাসুদ কে বললে সে টাকা উওোলন করে অটোরিকশা নিয়ে শহরের জোড় পুকুর এলাকায় গিয়ে ভুলক্রমে উক্ত টাকার ব্যাগ রেখে চলে যান। তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুরের পুলিশ প্রশাসন কে অবহিত করা হলে তারা হন্যে হয়ে এ টাকা উদ্ধারে নেমে পরেন।

পিবিএ/মোঃ মিজান/এমএ

আরও পড়ুন...