সরকার ১০ জেলার অধিক সংক্রমিত রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এটা জনসাধারণকে করোনা প্রার্দূভাব থেকে রক্ষা করতে ছুটি। দয়া করে এবার ঘর থেকে বের হবেন না। এই সাধারণ ছুটিকে এদিক সেদিক ছুটাছুটির উপলক্ষ বানাবেন না। ঘরে থাকুন। সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন।
শেখ হাসিনা সরকার নিরন্তর চেষ্টা করছে জনসাধারণের জীবনযাত্রা সচল রাখতে। করোনা থেকে জীবন বাঁচানো দরকার। আবার রুটিরুজি সচল রাখাও জরুরী। অধিক সংক্রমণ বিবেচনায় দেশকে জোনে ভাগ করে এলাকাভিত্তিক লকডাউন করা হচ্ছে। জনসাধারণের উচিত নিজেদের জীবনে কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে চলা। সরকার কিন্তু ঘরে ঘরে খাবার পৌছে দেবার ব্যবস্থাও রেখেছে। প্রতিটি এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দের সমণ¦য়ে কমিটি রয়েছে। যারা জনসাধারণের প্রয়োজনে পাশে দাড়াবে। তাছাড়াও স্থানীয় প্রশাসন, পুলিশ, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রয়োজনের এদের সহযোগীতা নেয়া যেতে পারে।
তবে আরো একবার স্মরণ করাতে চাই। দয়া করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক রেড জোন ও সাধারণ ছুটি ঘোষিত এলাকার মানুষ নিজ নিজ অবস্থানে থাকুন। নিজেকে রক্ষা করুন। অন্যকে সুস্থ্য থাকতে সহযোগীতা করুন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিয়মিত বার বার সাবান পানিতে হাত ধৌত করুন। গরম পানিতে গলগলা করুন। গরম পানির ভাপ নিন। নিজ বাসভবনেও দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন।
পিবিএ/শতাব্দী আলম