ঢাবিকে হারিয়ে ফাইনালে জাবির নারী ক্রিকেট দল

Jabi

পিবিএ, জাবি : ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজ রবিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রথমে ব্যাট করে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৪ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিনায়কত্ব করেন জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। এই জয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠল জাবি নারী ক্রিকেট দল। ফাইনালে আগামী ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পিবিএ/এসআরএস/জিজি

আরও পড়ুন...