পিবিএ, পুবাইল : গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের নারায়নকুল এলাকায় মোবাইলে বাড়ী থেকে ডেকে নিয়ে আবুল কাশেম জনি (২৯) যুবককে হত্যা করেছে দুরবৃত্তরা আজ শুক্রবার সকালে রাস্তার পাশের্^ ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।
নিহত যুবক গাজীপুর জেলার পূবাইল থানার নারায়নকুল এলাকার আবুল কালামের ছেলে। নিহত যুবকের বাবা আবুল কালাম জানান আজ ভোর রাতে আমার ছেলের নাম্বারে কে যেন ফোন দিয়ে বাড়ীর বাহিরে যেতে বলে। পরে আনুমানিক সকাল ৭.৩০ ঘটিকায় এলাকার লোকজন জানায় যে, জনির মরদেহ রাস্তার পাশের্^ পড়ে রয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান যে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। যুবকের মাথায়, গালে, হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পিবিএ/মোঃ রাজিব হোসেন/এমএ