নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে আগুন

পিবিএ,নরসিংদী: নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। আগুনে পুড়ে গেছে মিলের চট, সুতা, মেশিনারিজসহ নানা উপকরণ।

নরসিংদী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের চারপাশে ছড়িয়ে পড়ে। পরে তা পার্শ্ববর্তী সেকশনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাদবদী, পলাশ, ঘোড়াশাল ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, পাটজাত দ্রব্য হওয়ায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

পিবিএ/কেএস/জেডআই

আরও পড়ুন...