বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো উর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষায় ফি ব্যবস্থা প্রচলন জনসাধারণের জন্য ক্ষতিকর হবে। এমনিতেই দীর্ঘ কয়েকমাসের কর্মহীনতা এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব। জনসাধারণের পকেটে অর্থের সংকট রয়েছে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষায় ফি দিতে হলে তাদের জন্য অনেক ক্ষেত্রে ‘বুজার উপর শাকের আটি’ হবে।
যদিও সরকারের বিভিন্ন সংস্থার অনুসন্ধানে বেড়িয়ে এসেছে ফ্রি পরীক্ষার সুযোগ নিয়ে স্বেচ্ছাচারিতা হচ্ছে। অনেকেই প্রয়োজন ছাড়াই এটা করছেন। যা মোটেও গ্রহনযোগ্য নয়। তাই বলে শুধুমাত্র এ কারনে, ফ্রি পরীক্ষা পদ্ধতি বাতিল করা কি সমিচিন হবে! যেখানে করোনা কালের এই মুহুর্তে বাংলাদেশে সংক্রমণ হার বাড়ছে।
শুরু থেকেই সরকার বিনামূল্যে করোনা পরীক্ষা করছে। এতে জনসাধারণ বেশ উপকৃত। সর্বমহলে প্রশংসিত। শুধু তাই নয় করোনা কালে সরকারের ভুমিকা সত্যিকার অর্থেই জনমুখি এবং কল্যাণকর। করোনায় সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসক, পুলিশ , স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তাগণ নিরলশ শ্রম দিচ্ছেন। সর্বোপরি আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা করোনা সেবায় ঝাপিয়ে পরেছে। আর বৃহৎ বিরোধী দল বিএনপি সম্মুখ সারিতে না গিয়ে কেবল সরকার ও আওয়ামী লীগের সমালোচনাতেই সীমাবদ্ধ থেকেছে।
করোনাকালের জনকল্যাণকর এসব কাজের জন্য অদূর ভবিষ্যতে আরো অনেকদিন বাংলাদেশের রাজনীতিতে এবং সরকারে আওয়ামী লীগের উপস্থিতি থাকতে পারে।
প্রবাদ আছে ‘সব ভাল তার শেষ ভাল যার’ । তাই সরকারের কাছে নিবেদন অন্তত আরো কিছুদিন জনসাধারণকে ফ্রি করোনা পরীক্ষার সুযোগ দিন।
পিবিএ/শতাব্দী আলম