ধুনটে আগাম বণ্যায় গ্রাম প্লাবিত

আব্দুল হামিদ, বগুড়া : বগুড়ার ধুনটে যমুনা নদীর সারিয়া কান্দির মথুরাপাড়া পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে ৬টা পর্যন্ত পানি প্রবাহের রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলে ও অতি বৃষ্টিতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা বাঁধের পূর্ব পাস দিয়ে যমুনার পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে ঐ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের আটাচর, শহড়াবাড়ি, বৈশাখী-চর ,শিমুলবাড়ি ,কয়াগাড়ি ,বানিয়াজান, ভান্ডারবাড়ি গ্রাম তলিয়ে গেছে। এতে নষ্ট হয়েছে ধান পাট সহ বিভিন্ন জাতের আবাদী ফসল। বাড়িতে পানি উঠায় গবাদিপশু ও পরিবার নিয়ে বিপাকে পরেছে এলাকার সাধারণ মানুষ। আবাদি সবজি নষ্ট হওয়ায় ক্ষতিরমুখে পড়েছে এ এলাকার কৃষকেরা। এদিকে নদীর অতি শ্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে নদীবর্তী উপকূলীয় এলাকায়।

শনিবার দুপরের দিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহীপ্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি বাড়তি মুখে এলাকায় বাঁধ গুলো পর্যবেক্ষণে আছে।

পিবিএ/আব্দুল হামিদ/এমএ

আরও পড়ুন...