দক্ষিণখানে মৎস অধিদপ্তরের উপ-পরিচালকের বাসার গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যা

পিবিএ,ঢাকা: রাজধানীর দক্ষিণখানে মৎস অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ইকবাল আজম এর বাসা থেকে তানিয়া (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ জানুয়ারী) দুপুরে পুলিশ ওই।গৃহকর্মীর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর রেলস্টেশনের পিছনে ইরশান কলোনীর একটি ভবনের ৭ তলার ফ্লাটের রুমেরর ভিতর থেকে ফ্যান সাথে ওড়না পেচানো গলায় ফাঁস লাগানো অবস্থার তানিয়ার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, মৎস অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ইকবাল আজম এর বাসায় ৬-৭ বছর যাবৎ গৃহকর্মীর কাজ করতো। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...