পিবিএ ডেস্ক : কিউবার রাজধানী হাভানার একটি অঞ্চলের উপর দিয়ে গত সপ্তাহে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। গতকাল রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
এফপি জানায়, দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সেখানে এ ঘূর্ণিঝড়ের আঘাতে ১৩ জন মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে দু’জন মারা গেছে।’ এর আগে এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ালো। ২৭ জানুয়ারি রাতে ঝড়টি রেগলা, গুয়োনাবাকোয়া, সান মিগুয়েল ডি পার্ডন ও ১০ ডি অক্টুব্রিসহ হাভানায় আঘাত হানে।
এটি একটি এফ৪ ঝড়। ঝড়ের ক্যাটাগরি অনুযায়ী এফ৫ সবচেয়ে শক্তিশালী। এ ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে এবং বহু বাড়িঘর, গাড়ি ও কয়েকটি এলাকার বেশকিছু ব্লক ধ্বংস হয়ে গেছে।
পিবিএ/জিজি