রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে অপু (২২) নামে নিখোঁজ এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২ টার দিকে জামালপুর পৌরসভার পাথালিয়া নাওভাঙা চর থেকে ওই ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত অপু নাওভাঙা চরের রিকশাচালক সুরুজ আলীর ছেলে। ওই চরের কালুর ছেলে আল আমিনের সাথে নিহত অপুর পূর্ববিরোধ ছিল। বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে অপু নিখোঁজ হন। নিখোঁজের পরদিন শুক্রবার সকালে অপুর বাড়ির অদূরে একটি পাটক্ষেত থেকে অপুর পরনের কাপড় ও মোবাইল সেট পাওয়া যায়।
সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, শুক্রবার বিকেলে কালুর ছেলে আল আমিনকে প্রধান আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করে অপুর পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে আল আমিনকে গ্রেফতার করা হয়। আল আমিনের স্বীকারোক্তিতে অভিযুক্ত আল আমিনের বাড়ির আঙিনায় পুঁতে রাখা অপুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/এমএসএম