টঙ্গীতে ইউনিলিভারের নিম্ন স্তরের শ্রমিকদের ত্রাণ বিতরণ

পিবিএ,টঙ্গী(গাজীপুর): টঙ্গীতে ইউনিলিভার কোম্পানীর এমডি রাজিক জাফর অসহায় ও নিম্নস্তরের শ্রমিকদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেন। গত বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর চেরাগআলী এআরসি সারফ্যেক্ট্যান্টস কারখানার শ্রমিকদের নাম লিষ্ট করে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়করিয়ে ৩৬০ জনের হাতে এই ত্রাণসমাগ্রী তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল। এ সময় এআরসি সারফ্যেক্ট্যান্টস কারখানার এমডি (প্রশাসন) দুলাল মাহবুব জানান, আমরা স্যারের নির্দেশে ঈদের আগে অসহায় ও নিম্ন বেতনের শ্রমিকদের কথা চিন্তা করে এই করোনা কালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমনকি আজও তার নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। মালিকের এমন মহত উদ্যোগে শ্রমিকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

পিবিএ/মাহবুবুর রহমান/এসডি

আরও পড়ুন...