নওগাঁয় মৃত্যুর ৮ দিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ

পিবিএ,নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্রচাম্পা গ্রামের ইসাহাক আলী (৬০) বছরের এক কৃষক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৮ দিন পর করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আরও ১৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁডালো ৫৬০ জনে আর মারা গেলেন ৭জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর-এ-মুর্শেদ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ইসাহাক আলী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আইসোলেশন ওযার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। এরপর গত ২৫জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তিনি নিজ বাড়িতে গিয়ে গ্রাম্য এক চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। ২৭জুন তিনি মারা যান। শনিবার দুপুরে তার নমুনার ফলাফল পজেটিভ আসে।
সিভিল সার্জন আরও বলেন, এছাড়াও শনিবার দুপুরে আইইডিসিআর থেকে ১৯৭টি রিপোর্টের ফলাফলে নতুন করে আরও ১৮ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৭জন, মহাদেপুরে ৭জন, সাপাহারে ৩জন ও মান্দায় ১জন। নতুন আক্রান্তদের সকলের হোম আইসোলেশান ও হাসপাতালে রেখে চিকিসা সেবা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
পিবিএ/এসডি

আরও পড়ুন...