পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ২ হাজার পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টায় কর্ণফুলীর তৈয়ব শাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মহিলার নাম আনার কলি (১৮)। সে কক্সবাজার টেকনাফ উপজেলার কাটাখালী এলাকার জাকির ইসলামের স্ত্রী বলে জানা যায়।
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সন্দেহজনক হওয়ায় ওই মহিলাকে আটক করে তল্লাশি কালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ হতে ২ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।’ যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় আটক আনার কলির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান উক্ত পুলিশ কর্মকর্তা।
পিবিএ/এফএস