পিবিএ,সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনজীবী ও উপকূলের মানুষের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে শ্যামগরের মুন্সিগঞ্জ থেকে দোবেকী পর্যন্ত পুলিশের সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সশস্ত্র মহড়া পরিচালিত হয়।শনিবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এই মহড়ায় নেতৃত্ব দেন। মহড়ায় অংশ নেন ডিবি পুলিশ, ট্যুরিস্ট পুলিশ,নৌ-পুলিশ,শ্যামনগর থানা ও জেলা পুলিশের বিশেষ দল।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। সুন্দরবনের সম্পদ পাচার বা বনদস্যুতার চেষ্টা করলে তাদের শক্তভাবে দমন করা হবে। অপরাধ চক্র যত শক্তিশালী তার থেকে ঢের শক্তিশালী পুলিশ বাহিনী। যে কোন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে শূন্য সহিষ্ণু অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। সুন্দরবনের নিরাপত্তা প্রতিষ্ঠায় পুলিশ অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখাবে।
সেই কঠোরতার মুখে পড়ার চাইতে পুলিশের আহবানে সাড়া দিয়ে বনদস্যু, জলদস্যুসহ সকল অপরাধীকে আইনের কাছে সমর্পিত হওয়ার আহবান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের সুন্দরবন এলাকায় যথাযথ নিরাপত্তার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি বৈশ্বিক মহামারী করোনাকালীন সতর্কতা অনুযায়ী কর্মকান্ড পরিচালনার আহবান জানান।
পিবিএ/ হাবিবুল হাসান/এসডি