পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে করোনাভাইরাসের(কোভিড-১৯) উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কোহিনুর বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (৪ জুলাই) রাতে তার মৃত্যু হয়।
কোহিনুর বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নওয়াপাড়া গ্রামের গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগম শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান।
তিনি আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের কথা বলা হয়েছে। স্থানীয় প্রশাসন তার বাড়ি লক ডাউন করেছে।বাড়িতে টানানো হয়েছে লাল পতাকা।
পিবিএ/হাবিবুল হাসান/এসডি