পানিতে ডুবে অকাল মৃত্যু যে কারনে !


গাজীপুরে বাইমাইল বিলে পানিতে ডুবে তিন কিশোরের অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে।

মহানগরের ৮নং ওয়ার্ডের কোনাবাড়ী পূর্বপাড়ার (রিফুজিপাড়া) কিতাব আলীর ছেলে মো. স্বাধীন (১৮), একই এলাকার শহীদুল ইসলামের ছেলে রনি (১৯) ও কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৭) গত ৫ জুলাই মৃত্যু বরণ করেন। সেদিন ১০ বন্ধু শখ করে জোয়ারের পানিতে গোসল করতে নেমে এমন দূর্ঘটনার স্বীকার হলো।

নদীমাতৃক দেশ বাংলাদেশ। জালের মত ছড়িয়ে আছে নদী খাল। তাই সন্তানকে সাতার শেখানো প্রত্যেকের কর্তব্য। সাতার না জানাই পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারন।

সারাদেশে বর্ষার পানি। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, শেরপুরসহ কয়েকটি জেলায় আগাম বন্যা দেখা দিয়েছে। প্রতিদিনই পানিতে ডুবে মৃত্যুর খবর আসছে। অথচ একটু সচেতন হলেই এটা রোধ করা যায়।

গাজীপুরে ৩ কিশোরের মৃত্যু সত্যি মর্মান্তিক। এমনিতে বিশে^ করোনা মহামারিতে মানুষের জীবন বিপর্যস্ত। তার উপর এমন অকাল মৃত্যুর ঘটনা মানুষের মনে গভির দাগ কাটে।

অভিভাবক হিসেবে এমন মৃত্যু মেনে নেয়া সত্যিই কঠিন। ওই কিশোরদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তবু বলতে হবে অভিভাবকদের সন্তানের প্রতি খেয়াল রাখা কর্তব্য যে, সে সাতার কাটতে শিখলো কিনা। বা অভিভাবকেরই উচিত শিশু বয়সেই সাতার শেখানো। তাহলে অন্তত এমন মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হতো না। সন্তানকে সাতার শেখনোর মাধ্যমে প্রকৃতির সাথে সহবস্থানের শিক্ষা দিতে হবে।

পিবিএ/শতাব্দী আলম

আরও পড়ুন...