খিলক্ষেতে গোলাগুলিতে দুই ছিনতাইকারী নিহত

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক কারবারি নিহত
প্রতীকী ছবি

পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। তারা হল মো: নান্নু মিয়া (৪৫) এ মোশাররফ হোসেন (৪০)। গোয়েন্দা পুলিশের দাবি, নিহত দুইজন ছিনতাইকারী। ঘটনাস্থল থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেতের কুড়াতলি (বিআরটিসি) এলাকায় এ গোলাগুলিতে ঘটনা ঘটে।
ডিএমপির খিলক্ষেত থানার ওসি মো. বোরহানউদ্দিন আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান রোববার দিবাগত মধ্য রাত আড়াইটার দিকে সড়কে পুলিশের ব্যারিকেড দেয়া ছিল। ছিনতাই চক্রের কয়েকজন সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে ব্যারিকেডের সামনে পড়ে যায়। এ সময় পুলিশ তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারী প্রথমে গুলি চালায়। আত্নরক্ষার্থে গোয়েন্দা পুলিশ গুলি করলে ছিনতাকারীদের সাথে পুলিশের কিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়কালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। গুলি বিনিময়ের পর দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত একজন শরিয়তপুর নড়িয়ার নান্নু (৪৫) আর অপরজন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোশারফ হোসেন (৪০) বলে জানা গেছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ওরফে মাহবুব জানান, ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পিবিএ/এসডি

আরও পড়ুন...