পাবনায় বিহারী ক্যাম্পে আগুন

pabna-pba
আগুনে পোড়া ঘরের মালামাল

পিবিএ,পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুরে আটকেপড়া পাকিস্তানি ক্যাম্পে(বিহারী ক্যাম্পে) সংঘটিত অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭টি ঘরের সমস্ত মালামাল। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন ভলু খান, সাহেব আলী, মেহেরুন বেগম, কাল্লু, শোগরা, গুলসের ও লিটন।

ক্ষতিগ্রস্থ সাহেব আলী জানান, ভলু খান বাড়িতে না থাকায় তার ঘর তালাবদ্ধ ছিল। প্রথমে ভলুর ঘরের বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবসি চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস আসে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই ৭টি ঘরের সব মালামাল পুড়ে যায়। পৌর মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ পরিদর্শন করেছেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আরিফুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্কসার্কিটের আগুনে ৭টি ঘরের মালামাল পুড়ে গেছে। এতে তাদের আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...