পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার নিশ্চিত করে জানান, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল এবং এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে মামলার ২নং আসামী মারুফ হোসেন(৩২), পিতা মৃত বুদ্দু প্রামানিক, সাং মেঘাই, গ্ৰেফতার করতে সক্ষম হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ১নং আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, উপজেলার কুনকুনিয়া প্রামানিক পাড়ার দশম শ্রেণীর ঐ ছাত্রীকে মামলার ১নং আসামী পাইকরতলী গ্ৰামের ফরিদ হোসেনের ছেলে আরিফ হোসেন (২২) স্কুলে যাতায়াত কালে প্রায়ই উত্যক্ত করত,
বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আরিফের পরিবারকে জানিয়ে সর্তক করে ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে আসামীদ্বয় গত ১৪জুন রাত আনুমানিক সারে ৯টায় নিজ বাসার গেট থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে এবং ১নং আসামী আরিফ বাসের মধ্যে ধর্ষণ করে। দুইদিন অজ্ঞাত স্থানে আটকে রাখার পর ১৬জুন আনুমানিক সন্ধা ৬টায় বগুড়া জেলার চান্দাইকোনা বাজার এলাকায় মেয়েটিকে রেখে পালিয়ে যায় আসামীরা। অপরিচিত লোকের মোবাইল থেকে স্কুলছাত্রী নিজ বাড়িতে যোগাযোগ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এবিষয়ে স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ১৮জুন কাজিপুর থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
পিবিএ/সোহাগ লুৎফুল কবির/এসডি