যমুনায় ডুবে যাওয়ার একদিন পর শিশুটির লাশ উদ্ধার

পিবিএ,গোপালপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া যমুনা নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হওয়ার একদিন পর শিশু খায়রু‌লের (৭) মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। রোববার দুপু‌রে ভূঞাপুর উপ‌জেলার অর্জুনা ইউ‌নিয়‌নের বেলতলা যমুনা নদী থে‌কে ভাসমান অবস্থায় তার মর‌দেহ উদ্ধার করা হয়। এরআ‌গে গতকাল শ‌নিবার বি‌কে‌লে উপ‌জেলার চরভরুয়া এলাকায় নানীর সা‌থে তিল শুকা‌তে গি‌য়ে খেল‌তে খেল‌তে যমুনা নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হয় শিশু‌টি। নি‌খোঁজ ওই শিশু গোপালপুর উপ‌জেলার শাখা‌রিয়া গ্রা‌মের জাহাঙ্গীর হো‌সে‌নের ছে‌লে।
এ বিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস লিডার মো.নূরুল ইসলাম জানান গোপালপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ জন ডুবুরীর সহ মোট ১২ জন সদস্য মিলে খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়। পরবর্তী ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের লাশটি ভেসে ওঠে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...