কুড়িগ্রামে সিআইডির হাতে হত্যা মামলার ২ আসামী আটক

প্রহলাদ মন্ডল সৈকত,রাজারহাট(কুড়িগ্রাম): কুড়িগ্রাম সিআইডি একটি দল ৬জুলাই সোমবার চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সিআইডি দলের ইন্সেপেক্টর মনোরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই ফারুক, এসআই খাদেমুল ও এএসআই মঞ্জুরুল ইসলাম গত ৫জুলাই রোববার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট এলাকা থেকে চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার প্রধান আসামী আইনুল হক ওরফে আনোয়ার(৪০) ও আমানুল হক(২৭) কে আটক করে কুড়িগ্রাম সিআইডি অফিসে নিয়ে আসে। পরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে ১৬৪ধারায় জবানবন্দি দিয়ে আটকৃতদের ৬জুলাই সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়। আটককৃতদ্বয় উলিপুর উপজেলার গোড়াই অর্জূনডারা মুন্সীপাড়া গ্রামের মৃত আঃ মজিদের পুত্র। উল্লেখ্য, গত ২৮মে কুড়িগ্রাম জেলার উলিপুরের গোড়াই অর্জূনডারা মুন্সীপাড়া গ্রামের গরুর বাচুরে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কাচুয়া মামুদের পুত্র সিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর থেকে আসামীরা দীর্ঘদিন পলাতক থাকে। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
পিবিএ/এসডি

আরও পড়ুন...