পিবিএ,রাজারহাট(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ও ওয়াটার এইড্ বাংলাদেশের সহযোগিতায় ৬জুলাই সোমবার উপজেলার ৭টি ইউনিয়নের ৩৫০টি দরিদ্র পরিবারের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে বিনামূল্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্ক রাজারহাট শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, ইউপি সদস্য মো. বিপ্লব আলী ও মোকছেদ আলী প্রমূখ। এসময় ৭টি ইউনিয়নে ৩৫০টি দরিদ্র পরিবারের প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার জন্য ১টি করে টেপযুক্ত ২০ লিটার ঢাকনা বালতি, হুইল পাউডার ১ কেজি, ডেটল সাবান ৩টি, হারপিক ও ব্রাশ একটি করে বিতরণ করা হয়।
পিবিএ/প্রহলাদ মন্ডল সৈকত/এসডি