ইয়াকুব নবী ইমন,নোয়াখালী: নোয়াখালীতে যুবলীগ নেতা বেলায়েত হোসেন ফয়সালকে সালিশী বৈঠক থেকে তুলে নিয়ে নির্যাতনের পর অস্ত্র ও ইয়াবা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। গতকাল জেলা সংবাদপত্র পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফয়সালের ভাই জোবায়ের হোসেন জানান, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সন্ত্রাসী বাহিনী সালিশী বৈঠক থেকে আমার ভাই ফয়সলকে তুলে নিয়ে নির্যাতন করে পুলিশে সোপার্দ করে। চেয়ারম্যানের ইন্দনে পুলিশ তাকে সাজানো অস্ত্র ও ইয়াবা মামলা দিয়ে জেলে পাঠায়।
ফয়মালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারসহ তার মুক্তির জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় ইউপি মেম্বার নুরুল আমিন মিয়া, মহিলা মেম্বার রৌশন আক্তার সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পিবিএ/এসডি