গাংনীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার মারা গেছেন। এছাড়াও তার মেজো ছেলে ও ছেলে স্ত্রী এবং নাতনী করোনা আক্রান্ত হয়েছেন। বৃদ্ধা জোবাইদা গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনির স্ত্রী। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বৃদ্ধা জোবাইদা নিজ বাড়িতে মারা যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান গত কয়েকদিন আগে জোবাইদা খাতুনের মেজো ছেলে আক্তারুজ্জামান চঞ্চল,বড় ছেলে বাচ্চুর স্ত্রী স্বাস্থ্যকর্মী ফারহানা ও মেয়ে নুসরাতের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা শেষে পজেটিভ দেখা দেয়।
মারা যাওয়া জোবাইদার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। তবে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ জানান যেহেতু করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুনের মৃত্যু হয়েছে। সেহেতু তাকে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা সরকারী ও ইসলামী বিধি অনুযায়ী দাফন করবে।

পিবিএ/সাহাজুল সাজু/এসডি

আরও পড়ুন...