বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৭১ জন

পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়া জেলা স্বাস্থ্য সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৩১টি নমুনার ফলাফল এসেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৩৫টি পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনার মধ্যে পজিটিভ ৩৬টি এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪২জন, শেরপুরে ১১জন, গাবতলীতে সাতজন, শিবগঞ্জে চারজন, সারিয়াকান্দিতে তিনজন, শাজাহানপুরে দুইজন, কাহালুতে একজন ও সোনাতলা একজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে, ১৮ থেকে ৪০ বছরের ৩০জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬জন, ৫১ থেকে ৭০ বছরের ২১জন এবং ২জনের বয়স ৭০ বছরের বেশি। গত ১ এপ্রিল থেকে বগুড়ায় এখন পর্যন্ত ১৮হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে মোট ৩ হাজার ৪৪৬জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১১৭৮ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।
পিবিএ/জিএম মিজান/এসডি

আরও পড়ুন...