পিবিএ,(নওগাঁ)বদলগাছী: নওগাঁর বদলগাছীতে করোনা আক্রান্ত হয়ে মৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার লাশ দাফন করলো পুলিশ।
মৃতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউপির পুকুরিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা করপোরাল আব্দুল খালেক (৫৮) করানা আক্রান্ত হয়ে ৩ জুলাই ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই দুপুর ১২ টায় তার মৃত্যু হয়। লাশ গ্রামে নিয়ে আসলে (মঙ্গলবার) রাত ১ টায় স্থানীয় মসজিদের ঈমাম মো. রতন হোসেন মৃতের জানাজার নামাজ পড়ান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) রফিকুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, এসআই কামরুল ইসলাম, এসআই সারোয়ার জাহান ও মৃতের একমাত্র ছেলে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে থানা পুলিশ। তবে জানাজার সময় গ্রামের কোনো লোকজন বা মৃতের কোনো আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন না।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, যখন মানুষের পাশে কেউ থাকে না তখন সেখানে ছুটে যায় পুলিশ। করোনা পরিস্থিতিতে সেটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এর আগে করোনা উপসর্গে এই থানায় মৃত দুইটি লাশ দাফন করেছে আমাদের পুলিশ সদস্যরা। করোনা বিষয়ক যেকোনো পরিস্থিতিতে বদলগাছী থানা পুলিশ সদা প্রস্তুত রয়েছে।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এসডি