পিবিএ,সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও গুচ্ছগ্রামের নির্মাণ কাজ মঙ্গলবার পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।
জানাগেছে, গুচ্ছগ্রাম প্রকল্পটি ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ের অর্থায়নে জামালগঞ্জ উপজেলা প্রশাসন বাস্তবায়ন করছেন।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, গুচ্ছগ্রামটি ১.২ একর জায়গার উপর নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, উপজেলার ভীমখালী ইউনিয়নের হত দরিদ্র ৬০টি ভূমিহীন পরিবারের বসবাস করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব বিশ্বজিত দেব,উপজেলা প্রকৌশলী জনাব মো: আব্দুস সাত্তার,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আজিজল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: এরশাদ হোসেন,ভীমখালী ইউপি চেয়ারম্যান জনাব মো: দুলাল মিয়া প্রমুখ সহ গণ্যমান্যব্যক্তিগন উপস্থিত ছিলেন।
পিবিএ/রাহাদ হাসান মুন্না/এসডি