পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ করতে এসে জাহিদ হাসান (২৩) নামের এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এই রায় দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজিপুর এলাকার মাহবুব আলমের ৯ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ছন্দ নাম নদী (১৬) ও পার্শ্ববতী পত্নীতলা উপজেলার পাটিআমলাই এলাকার সামসুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৩) এর সহিত কোর্ট এফিডেভিটের মাধ্যমে বুধবার সন্ধায় বিয়ের আয়োজন করা হয়। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৬ মাসের বিনশ্রম কারাদন্ড প্রদানের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি