পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাট সীমান্তে ও মাদকদ্রব্য চোরাচালান বন্ধে ১৪ বিজিবি কর্তৃক অধিক টহল জোরদার ও বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, বর্ষায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়া এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দায়িত্বপূর্ণ পত্নীতলা, সাপাহার, ধামইরহাট সীমান্ত এলাকায় গরু চোরাচালান বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যে সকল ব্যক্তিবর্গ এ ধরণের চোরাচালান কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সম্প্রতি তাদের তৎপরতা বেড়ে গেছে। এতে করে চোরাচালান বৃদ্ধিসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়ে দাঁড়াবে।
তিনি আরো জানান, এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সমন্বয় করে মাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোম্পানি, বিওপি পর্যায়ে স্থানীয় জন প্রতিনিধিদের সহায়তায় গরু সহ অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য কাজ করা হচ্ছে। সেই সাথে সীমান্তের চিহ্নিত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গতিবিধি পর্যবেক্ষণসহ টহল তৎপরতার মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি