map
আরাফাতুজ্জামান,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে ভাঙাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।
বুধবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষে উভয়ই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- ওই গ্রামের লিটন মন্ডল (৪০), নজরুল ইসলাম (৪৫), শুকুর মন্ডল (৬৫), রান্নু আহমেদ (৩৫), আবু বকর(৫০), আলাউদ্দীন খাঁ(৬২) ও মানিক খাঁ (৪৮) সহ উভয়ই পক্ষের অন্তত ১০ জন। এঘটনায় একটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সারুটিয়া গ্রামের মন্ডল গোষ্ঠির মান্নান মন্ডলের মেয়ের বিবাহ ঠিক হয়। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। তবে ওই গ্রামেরই খাঁ গোষ্ঠির আবু বকর খাঁ পূর্ব শত্রুতায় বিয়ে ভেঙে দেয়। এরই সুত্র ধরে বুধবার সকালে দু’গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার সারুটিয়া গ্রামে বিয়ে ভাঙা নিয়ে মন্ডল ও খাঁ গোষ্ঠির মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
পিবিএ/এসডি