রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর: দীর্ঘ চার মাসের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আতংকিত জনসাধারণ ঘুরে দাঁড়ানোর অব্যাহত লড়াইয়ে হতাশ ও ক্লান্ত। এমন মূহুর্তে পার্বতীপুরের প্রায় শ’খানেক প্রতিবন্দি শিক্ষার্থী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন।
বুধবার পাবুর্তীপুর উপজেলা সদরের আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ প্রতিবন্ধি শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণের চাল, ডাল, ভোজতেল, সাবান ও মৌসুমী ফল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেড অধীনস্থ খোলাহাটি ৩৬ বীর।
এ কর্মসূচির সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন খোলাহাটি ৩৬ বীর‘র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আরিফুল ইসলাম হিমেল পিএসসি। সহযোগীতা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দুস্থ প্রতিবন্ধী শিশুদের পরিবারকে এ ধরনের ত্রাণ সহযোগীতার পাশাপাশি মৌসুমী ফল প্রদানের এ সুযোগ ১৬ পদাতিক ব্রিগেড ও ৩৬ বীর এ সকল সেনাসদস্যকে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে।
ত্রাণের দ্রব্য সামাগ্রী পেয়ে প্রতিবন্ধী শিশুদের মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছে তা সত্যি এক অসাধারণ অর্জন। ভবিষ্যতেও ৩৬ বীর পার্বতীপুরের সকল মানুষের প্রতি করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে বলে তিনি উপস্থিত অভিভাবকদের আশ্বস্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়, পার্বতীপুরের প্রধান শিক্ষক মোস্তাকিম সরকার, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
পিবিএ/এসডি