পিবিএ,নড়াইল: করোনাভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা গণমাধ্যম কর্মীদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সৌজন্যে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আনজুমান আরা জেলার ১০৬জন গণমাধ্যম কর্মীকে এ সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, এনডিসি মোঃ জাহিদ হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক মোস্তফা কামাল, খায়রুল আরেফিন রানা প্রমুখ।
সুরক্ষা সামগ্রী প্রদান করায় অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনুমুল কবির টুকু জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি