মাগুরায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন


পিবিএ,মাগুরা: গ্রাম পর্যায়ে পুলিশী সেবা পৌছে দিতে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাগুরায় সদরের চাউলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ভবনের কক্ষে এ বিট কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, মেট্রোপলিটন এলাকাগুলিতে চলমান পুলিশিং সেবার অনুকরণে প্রান্তিক নাগরিকদের দ্বারগোড়ায় পুলিশি সেবা সহজে পৌছে দিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের পক্ষে বুধবার বিকালে চাউলিয়া ইউনিয়ন পরিষদে ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে জেলার ৩৬ ইউনিয়নে পুলিশের নতুন এ সেবা পদ্ধতি‘ বিট পুলিশিং’ চালু করা হবে।
তিনি আরো জানান, ‘বিট পুলিশিং’ বাস্তবায়নে মাগুরা পৌরসভার ০৯ টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১৩ টি ইউনিয়নকে মোট ২২ টি পৃথক বিটে বিভক্ত করেছে মাগুরা সদর থানা পুলিশ। চাউলিয়া ইউনিয়নের ১৮ নং বিটের শুভ উদ্ভোধনের মাধ্যমে যাত্রা শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন (ওসি)অপারেশন্স, সাইদুর রহমান, বিট ইনচার্জ এসআই দিপংকর, এএসআই হাসানুজ্জামান, স্থানীয় চেয়ারম্যান হাফিজুর রহমানসহ মেম্বর ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি

আরও পড়ুন...