পিবিএ,নাটোর: নাটোরে গরুর সাথে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বৃহস্পতিবার(০৯ জুলাই) দুপুর পৌনে একটার দিকে মাধনাগর ও আত্রাই স্টেশনের মাঝামাঝি বীরকুৎসা এলাকায় এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুরে নলডাঙ্গা উপজেলার বীরকুৎসা এলাকায় গরুর সাথে ধাক্কা খায় । এতে গরুটি ছিটকে লাইনের পাশে গিয়ে পড়ে ।আর গরুর সাথে ধাক্কা খেয়ে ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়। এতে বিকল হয়ে পড়ে ট্রেনটি। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি । পরে মেরামত শেষে প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান দুপুর ১ টা ৫০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে নাটোর অতিক্রম করে ঢাকার পথে চলে যায়।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি