পিবিএ,টঙ্গী (গাজীপুর): গাজীপুর মহানগরীর টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামী সাইফুল ইসলাম (৫০) কে হত্যা করেছে তার স্ত্রী বিউটি আক্তার। বুধবার সকালে হিমারদীঘি এলাকার একটি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার পুলিশ রক্তমাখা ছুরিসহ স্ত্রী বিউটি আক্তার (৪০) কে গ্রেপ্তার করে। নিহত সাইফুল ইসলামের বাড়ি রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল জানান, দির্ঘদিন যাবত স্ত্রীর পরক্রিয়া জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মরদেহ বাসায় রেখে স্ত্রী বিউটি তার কর্মস্থল চলে যায়। সকাল ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় আসলে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/এসডি