আহসান টিটু, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাংবাদিকসহ এযাবত ৮১ জনের করোনা পজেটিভ হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, সাংবাদিক পি.কে আলোকসহ ১৬ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। ফলে উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮১ জন।
তিনি আরও বলেন, সকল রোগিকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৩ জন। মৃত্যুবরণ করেছেন ডাক্তারসহ ৩ জন।
উল্লেখ্য, বাগেরহাট জেলার মধ্যে ফকিরহাট উপজেলা কোভিড-১৯ সংক্রমনের হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে ইতিমধ্যে। সবচেয়ে বেশি রোগি এ উপজেলায়।
১ লক্ষ ২৩ হাজার ৯৫৬ জনসংখ্যার ফকিরহাট উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্তের হার জেলার মধ্যে সবচেয়ে বেশি। করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা বৃদ্ধি করলে তা আরও বাড়তে পারে ধারণা এলাকাবাসীর। তবু স্বাস্থ্যবিধি মানতে অনীহা এলাকাবাসীর।
পিবিএ/এসডি